তুমি থেকে যেও প্রিয়,
আমার জীবন নামের ছোট্ট শহর জুড়ে।
যেখানে ঊষার আলোয় মিশে,
তুমি শব্দের সকাল,সন্ধ্যা আর রাত্রি আসে।
বাতাসের হিল্লোলে ভাসে তোমার কন্ঠস্বর,,
যেখানে,অবারিত সবুজে আঁকা থাকে তোমার প্রতিচ্ছবি,
তুমি,থেকে যেও প্রিয়,,
এই আমি শব্দের শহর জুড়ে,
যেখানে পথের ধুলোয় মিশে আছে তোমার পদচিহ্ন,
ল্যাম্পপোস্টের নিয়ন আলোয়,
যেখানে নীরাবতার স্পর্শ আমাকে শিহরিত করে,
তুমি থেকে যেও প্রিয়,,
ব্যাতি ব্যাস্ত এই শহরের হাজার ব্যাস্ততার ভীরে,
যেখানে তুমি শব্দের উর্ধ্বতায় স্থীর হয়ে যায় সব কিছু,
যেখানে অপেক্ষার অবসানে প্রাপ্তি গুলো,
প্রতিক্ষার বৃষ্টি হয়ে ঝড়ে।
তুমি না হয় থেকেই যেও,,
এই শহরের হাজার মানুষের ভীরে একটা মানুষ হয়ে,,
অতীত থেকে অনেক দূরে, অতৃপ্ত এক বর্তমান নিয়ে।
যেখানে অবমূল্যায়নে একটা জীবন,
প্রতিদিন মিথ্যের কাছে হেরে যায়।
যেখানে,আজন্মকাল ভালোবাসার
প্রতিশ্রুতিতে বেঁচে থাকে একটা মানুষ।
থেকে যাও না তুমি,থেকে যাও,,
এই আমি শব্দের ছোট্ট শহর জুড়ে,
তোমার আদ্রিত ভালোবাসায়,
আমি না হয় আবারো গড়ে নেবো,
আমার অতৃপ্ত শহরের বুকে
তুমি ময় একটা বিশাল প্রাসাদ।
ছবি নিজ মুঠোফোনে, গোধূলির জবা,,