অপেক্ষার অবসান,,
কলমেঃ মাকসুদা বেগম
তারিখঃ ১৮/০২/২৪ ইং,
কিছু সময়ের ব্যবধান আগমনে,,
মনে হইলো কতো,কা,আ,,ল দেখিনি তোমায়,,
জীবন বাকের এধার ওধার,কতোই না খুঁজিয়াছি,
রাত জাগা পাখি হইয়া, কুয়াশার জল হইয়া,
পাথর দৃষ্টি দিয়া অপেক্ষার আঁচল পাতিয়া,
অমিয় সুধাময়ী তীব্র আঘাতে আঘাতে,
বাতাসের হিল্লোলে কাপিয়াছে হৃদয়,
কতোবার ফিরিয়াছি গোধূলির আলোয়,
অশনি ঝড়ের তান্ডবে সব কিছুই ওলট-পালট,
ভাঙ্গিয়াছে জীবন নদীর পাড়,
ভাসিয়াছে সাধের ও-ই খোয়ার,
আমি তো আকুলিয়া চাহি পথ পানে,
পদ ছন্দের আওয়াজ কি শুনিয়াছি কর্ণকুহরে?
অদম্য উচ্ছাসে চমকিয়া দেখি হায়,
সবটাই ছিলো অন্তরের খেয়াল,,
অঝোর ধারায় ঝরিয়াছিলো আঁখি ধার,
আঁচলে মুখ ঢাকিয়াছি যে কতোবার,,
বুকের সাগর ভাসিয়াছে ব্যাথার জোয়ারে,
তবুও পথের পানে চাহিয়াছি বারে বারে,,
যদি ফেরো,যদি ফেরো বসন্তের ফুল হইয়া,
অবশেষে অপেক্ষার অবসান হইলো,,
ডুমুরের ফুল হইয়া সে ফুটিলো,
একবার দেখিলেই সে হারায় বার বার,
আর কতোবার বলো, আর কতোবার?
জ্বালাইবে তোমার বিরহ দহন,
আর কতোকাল রইবো পথ চাহিয়া?
বুঝিবে সেদিন,যেদিন আর আসিবো না ফিরে,,
অপেক্ষার অবসানে একদিন আমিও হারাইবো,
সেই দিন আর খুঁজিবো না তোমায়,