কিছু কথা, কিছু ???
✍️মাকসুদা বেগম
বিহঙ্গম,কতোটা ভালোবাসো আমায়?
যতোটা ভালোবাসলে আমি হীন,
তোমার বুকের নদী তার নাব্যতা হারায়?
হৃদপিণ্ডের অলিন্দ কোঠায় আমায় নিয়ে,
জমাট বাধা ইচ্ছে গুলো চিন চিন করে কাঁদে?
হঠাৎ করেই আকাশ সমান প্রত্যাশা নিয়ে,
এক ঝলক দেখার ইচ্ছে তোমাকে বিচলিত রাখে?
কখনো কি ইচ্ছে করে?
ঝুম বৃষ্টি হয়ে,আমার আদি অন্ত ছুয়ে দিতে?
বিহঙ্গম,খুব জানতে ইচ্ছে করে,
কতোটুকু ভালোবাসো? কতোটুকু???
অথচ দেখো,,
তোমাকে ভালোবেসেছি বলেই,,
দীর্ঘ প্রতিক্ষার পর রাত্রির নিস্তব্ধতায়,
অসমাপ্ত জীবনের গল্পে তুমিহীন নিঃসঙ্গ একাই আমি,
তোমাকে ঘিরে আমার ইচ্ছে গুলো যেনো,
ভরা পূর্ণিমার জঠরে লালিত, অতৃপ্ত সত্তার আর্তনাদ।
তুমি কি বোঝো?
কতোটা তাচ্ছিল্য আর অবহেলায়,
ব্যার্থতার গর্ভে বিলীন হয়ে যায় আমার স্বপ্ন গুলো?
তুমি কি জানো?
কতোটা আত্ম আড়ষ্টতায় নত হই আমি?
নিশাচর পাখির ঠোঁটে পৈচাশিক হাসির উন্মাদনা,
আমাকে প্রতিহত করে,আমাকে বিমূর্ত করে।
তাচ্ছিল্যের আঘাতে জর্জরিত হয় আমার মনের শহর?
তবুও তোমার অধর চুইয়ে আমি শব্দে,
এক বিন্দু মমতার জল কি গড়ায়?
✍️১৪/০৩/২৪ ইং