গল্পটা হোক তোমার আমার,
কলমেঃ মাকসুদা বেগম
তারিখঃ ১১/০১/২৪ ইং
গল্পটা হোক তোমার আমার,
এক পৃথিবী বিশ্বাস নিয়েই,
আকাশ সম অক্ষরে লিখা,
প্রাণবন্ত কিছু ইচ্ছে নিয়েই,
আমাদের গল্পটা হোক উপন্যাসের
আদি অন্ত,,
গল্পটা হোক উড়ো চিঠি,
হাসির মতো প্রানবন্ত,,
গল্পটা হোক তোমার আমার,
মন মাতানো ছবির মতো,
গল্পটা হোক সুখ বাক্সে
যত্নে রাখা স্মৃতি যতো,,
তোমার আমার গল্পটা হোক,
নতুন ভাবে আঁকড়ে ধরা,
হাজার বিশ্বাস ভাঙ্গার পরেও,
স্বচ্ছ মনের কথায় গড়া,,
হোক না জীবন যেমন তেমন,
অশ্রুসিক্ত রাতের বালিশ,
হোক মোদের জীবন এখন,
মায়ায় ভরা অহর্নিশ,,
তোমার আমার গল্পটা হোক,
বিশ্বাস আর সম্মানে গড়া,
দুঃখ গুলো ভাসিয়ে দিয়ে,
সুখে ভাসুক জীবন ধারা,,