চোখের কাজল কইরা রাখবো,
দুই নয়নের মাঝে,
আজলা ভইরা সোহাগ দিবো,
সকাল, সন্ধ্যা সাজে।
চাঁদনী পরশ রাইতে সখা,
জোসনা মাখি অঙ্গে,
রাইতের আন্ধার পার করিবো,
নিত্য তোমার সঙ্গে।
জোনাক জ্বলা আন্ধার রাইতে,
শাপলা দীঘির পারে,
চাঁন্দের আলোয় গাইবো গীত,
মাথা দিয়া ঘারে,,
নিত্য আমি সাজবো সখা,
নতুন নতুন রূপে,
মনের কথা কাব্য কথায়
দেবো তোমায় শপে।
তোমার সকল চাওয়া পাওয়ার,
করবো আমি কদর,
যদি সখা সাদরে তুমি,
গ্রহন করো আদর
মনের কথা কইয়া দিলাম,
আমার কথা শেষ,
এইবার পথিক হইতে পারো,
তুমি নিরুদ্দেশ।