আলসেমি করেই হয়তো নামটা রাখিনি তোমার,
স্নিগ্ধরুচিবোধক জলখাবারে এঁকে দিই অচেনা শহর;
নিত্য খালি হয়,
কেবল স্রোত বয়,
ধীরে চলে মেলায়, পুতুলের বহর।।।
আলসেমি করেই হয়তো ডাকিনি তোমায়,
প্রখর ঘুমে, আসক্তির অভাব,ভাবায়,,,
শুন্য করে বাহন, নাবিক_ও নেই;
অতঃপর অপেক্ষা,,
শিওর,,,,
বাধ ভেঙ্গে ভালোবাসা, আসবে অবশ্যই!!!