আমার কিছু শব্দ চাই ,
ভালো লাগার মত শব্দ ;
আজব হিজিবিজি কিছু শব্দ ,
আমার কবিতায় তোমায় প্রাণোবন্ত করার শব্দ !
পৃথীবীতে শব্দের ছড়াছড়ি ;
কিন্তু তোমার উপমায় এগুলো বড্ড বেশী বেমানান।
দিবানিদ্রার মত শব্দ ,
পতিত আত্মার মত শব্দ ,
নয়তো আবদ্ধ আকাশ ,
এটাও চলে ,
তবে তোমার উপমা একটাই আর সেটা তুমি .
তুমি বলেইতো এত আয়োজন ,
এতো তত্‍পর ঘুনপোকাগুলো ,
সদা ব্যাস্ত তোমার প্রাণোবন্ত হাসিতে রেখা টানার জন্য,
হোক তা সরল বা বক্র ।
ওরা তাতেই খুশী .।