যে ফুলে আগুন পোকা বসতি গড়ে তুলোধুনো করা হয় কিশোরীর চুমু, নাম বদলে উল্টো অশান্তির আঙ্গিনায় দাঁড়িয়ে বসন্ত গুনি এক জীবন পর্যন্ত। তুমি ক্ষয়ে যেতে যেতে আবার কংক্রিট হও, পাথর হও নয়তো কাগজের প্লেটে খিচুড়ি হও তাপে গলাবে বলে সম্পর্ক। এক অর্থে ভস্ম করা ভবিষ্যত দো-আঁশ মাটিতে পুঁতে গল্প বলো ফিঙে নাচার। শালিকের জলকেলি দেখে লোভে বংশবিদ্যার প্রাচুর্যে, বহুবার যেই চুমু এঁকেছিলে নদীর মোহনায়, সে খবর কি রাখে এবেলার যোদ্ধারা?
তবে চিঠি দেয়া হোক সকল পোকাদের,
নাম বদলানো আমাকে,
চিঠি দেয়া হোক, এক এক করে,,,,,
বসন্ত, দো-আঁশ, ফিঙ্গের দলকে।
বেচে দিতে সকল, বেঁচে থাকাকে।