একবার ভেবেছিলাম সমুদ্র খুড়বো অহমিকায়,
নোনাজল রুক্ষতার অনশনে হারাবো অজানায়,
আর সুযোগ বুঝেই,
সমাপ্তি রেখায় এঁকে দিবো ভালোবাসার ফর্দ;
অথচ তখনো ভুল ভাঙ্গেনি চাঁদের,
তাহলে কি সময়টা বেমানান,
নাকি সত্যিকার অর্থেই অপদার্থ!
অথবা বয়স বেড়েছে জ্যোত্স্নার,
যুবতী চাঁদের বাড়ন্ত অভিনয়,
হার মানায়, শত প্রচেষ্টা ;
উড়ন্ত ঘুড়িটা জানে নাটাইয়ের শক্তি,
স্বাধীন নয় কেহ কোন কালে, যদিও,
বন্দী_ও থাকে মৃত লাশ_টা!