ছায়াটাও আজ রোদের আবেশে আবেশিত,
কে চায় অন্ধকারে হাটতে!!
তবে যে আলো কোন সুফল আনেনা তাতে ডুবেই কি লাভ??
আলো তো আর একা আসেনা,
সাথে নাকি অশ্রু বিনাশের অস্ত্র নিয়ে আসে,
তবে সবার ক্ষেত্রে তা সমভাবে কাজ করে না।
যে আত্মা অন্ধকারের,  তাকে পথ দেখিয়ে লাভ কি!!
প্রহসনের_ও একটা আসন থাকে,
হোক তা যাযাবর,
রাখলেই হলো কেউ খবর।
অন্ধেতে বন্দী,
অলিখিত সন্ধি।