খুলে দাও দুয়ার,
নষ্ট অতলের;
তুমি বিভ্রম হয়ে থাকো,
স্রোতস্বিনী জলের।
মিলবে অমিল,
অহেতুক কৌতুকে;
ভেসে যাক মৃত্তিকা,
মেঘের নৌকাতে।
খুলে দাও দুয়ার,
যেথায় জানালা বন্ধ,
হামাগুরি দেয় সুখ,
ভালোবাসাটা অন্ধ।
অতঃপর,,
পথচলা ভোরে,
গন্তব্য অজানা, ঐ দূরে।