চাঁদটা বড্ড নেশাগ্রস্থ,
একাকী আর কতো থাকা যায়?
একদিন? একমাস? একযুগ? এক শতাব্দী??
সারাজীবন যে একা,
তাকে নিয়ে কতো কাব্য!
কত্তো ভালোলাগা!
কত্তে ভালোবাসা!
কত্তো অভিমান!!
কেউ কি খোঁজ নিয়েছে,
চাঁদ ভালো আছে কিনা?
দূর সব সময়ই সজীব,
যে চাঁদ প্রতিমাসেই যুবতী থেকে বৃদ্ধা হয়,
তার ভালো না থাকাটাই স্বাভাবিক!
চন্দ্রের জ্বালামুখের ঘ্রাণে, সে নিজেই নেশাগ্রস্থ,
তবে প্রতিক্ষণেই দিয়ে যায় মনে ভালোবাসা প্রবেশপথ।
অবশেষে,,,,,
সুখি হোক প্রতিটা চন্দ্রাবর্তিত প্রেম,,