শারদীয় চাঁদটা দেখেছো এবার?
কেমন যেন বিষন্ন,
আকাশ মেঘলা বলে কি,
চাঁদকে বিমর্ষ থাকতে হয়?
তুমিতো মন খারাপ করোনা যখন আমি বিষন্ন থাকি। কখনোতো চুপ করে থাকোনা, আনমনে সময়ে।
মন ভালো করার উপায় ঠিক_ই খুঁজে পাও যথাসময়ে।
চাঁদ কি পারেনা,
এক ঝলক জ্যোৎস্না দিয়ে,
আকাশ_কে আলোকিত করতে?
অথবা আকাশ তো পারে জোনাকির দল এনে,
চাঁদের মন ভালো করতে।
অভিমান-তো রোজই হয়,
তাই বলে কি হয়না ক্ষয়?
ফিরে যেতে যতই বলো,
এটা কি কোন কথা হলো!
সত্যিই পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি বোধ-হয় ভালোবাসা।