সময় নিয়ে আসতে হবে এমন একটা ভাবনা ছাড়াই,
রওনা দিয়েছিলাম বহুকাল পরে।
বলতে চাই হিমালয়সম অভিমানে,
তোমার সাথে না বলা কথার আন্দোলন থেকে শুরু অনন্তকাল।
প্রতিটি ধুমকেতুর ছায়ায় আশ্রয় করে,
বন্ধ মরুর বুক ফেটে যে বিষন্নতা ফোটে তার নাম কি দিবো বছর না ঘুরতেই?
এ আকাশে মৃত্যু নেই, এ মৃত্যুতে আগ্রহের আফসোস নেই শংকায়।
অথচ ঘ্রাণ না কমতেই,
নতুন করে পলি জমে ধুসর ঠোঁটে।
চুমুতে তলিয়ে যেতে বলেছিলে কবে মনে আছে?
সেদিন থেকে ঘুমাইনি তোমায় মায়ায় জড়িয়ে রামধনুকে লেপ্টে দেবো বলে।
তুমি বসন্ত আনো, তুমি দিগন্ত জানো
বর্ষণে ঢেউ তুলবো বাউণ্ডুলে মন আর উরুতে;
সংক্রমিত হোক ষোড়শীর ভালোবাসা,
অপেক্ষাকৃত অনুর্ভর মরুতে।