রোজ রাতেই একটা ট্রেন স্টেশন ছাড়ে, স্বর্গের উদ্দেশ্যে,,,
২৬৩ টাকা ভাড়ায়;
তবে যাত্রী নেই,
সকলেই কেবল নিজেকেই হারায়।।।
হুইসেল বাজতেই ছুটে চলে ট্রেন,
শুন্যে ভেসে,
প্লাটফর্ম ফাঁকা,,,,
চেয়ে থাকি অপলক,
শুভ্রতায় রাতজাগা।।
থামিয়েছিলাম একবার,
রক্তিম কাপড় নাড়িয়ে;
চোখের ভুল,
বহুআগেই আমায় গিয়েছে ছাড়িয়ে।।।
রোজ রাতেই ছাড়ে ট্রেন,
গুটিয়েক যাত্রী নিয়ে;
চলে ঝকঝক,
থামে স্বর্গের স্টেশনে।।।
রোজ রাতেই ছাড়ে ট্রেন,
আমায় না নিয়ে;
ভয় হয়,,,,, ভয় হয়,,,
২৬৩ টাকা জমাতে পারিনি এখনো,
উল্টো করি অপচয়,,,,,