কখনো কি দেখেছো, আগুন পুড়তে?
অথবা পানি ডুবতে??
আগুন কি শুধুই পোড়ায়?
নিজে পোড়েনা?
পানি কি শুধুই ডোবায়? নিজে ডুবেনা?
এ জীবনে কয়েকবার দেখেছি আকাশ ছোট হতে,
এতোটাই ছোট, হাতের মুঠোয় নেয়া যায়।
তখন পৃথিবীটা তুচ্ছ মনে হয়।
যে সর্বদা থাকে বন্দী,
কি লাভ করে সন্ধি,
তবে কি আড়ালেই রবো?
একবার ভাবো, আরেকবার ভাবো,