তোমার নীরবতা
প্রকৃতির আনমনা ভাব
চারদিকে নিস্তবদ্ধতা
থেমে গেছে গল্পের ভাব।
সুরের ঐকতান নেই
বাঁশরির বুকে জ্বালা
কোকিলের কন্ঠে নেই গান
আগমনি সুরের খেলা।
কখন যে প্রভাত হবে
কখন উঠবে চাঁদ
কোথাও নেই একছত্র আলো
হৃদয় স্পর্শী ফাঁদ।
পবন বইছে শব্দহীন
তারকারাজির নেই মেলা
হাসনা হেনার ঘ্রাণে সুভাশিত চারদিক
ফুরিয়ে যাচ্ছে বেলা।
ক্ষণে ক্ষণে কোপ ডাকছে
বেনু বনে উড়ছে ,এলো কেশ
পুঁটি খাল শুকিয়ে
জল আগমনের রেশ।
হুক্কা হুয়ার আগমনে
কুকুরের ক্রোধাণ্বিত সুর
মেও ছানার মেও মেও রবে
ভয়ে পালালো ইঁদুর।
শান বাধাঁনো ঘাট
পেছনে শাল কড়াই
অপেক্ষার প্রহর গুনছি
তুমি আসবে তাই।
সুরহীন ভাবে ফিরে যাচ্ছি আমি
তুমি তো এলেনা
হৃদয়ের আকাশে আমবশ্যা
আলো তো জ্বালালেনা।