স্মৃতির পাতায় আজও প্রিয়,নামটি লেখা তোমার
অচেতন মন, নিস্তদ্ধ ভাবনায় ,ব্যাকুল এ মন আমার
অপেক্ষায় প্রহর আজও প্রিয়তম, সারা নিশি গুনছি
তোমার পদ চারণার শব্দ আমি, ক্ষণে ক্ষনে শুনছি।
শপনে তুমি,বাস্তবে তুমি
তুমি যে হৃদয়ের মনিকোঠায় সারাক্ষণ
তুমি যে কাছে নেই, পাশে নেই প্রিয়
কে করবে বলো আমায় বারণ?
প্রভাত রবি যখন উঁকি দেয়
আমার নিবাস জুড়ে
মনে হয়ে যেন প্রিয়, তুমি এসেছো
এই অভাগীর তরে।
স্মৃতির পাতায় আজও নাড়া দেয়
তোমার সকল কর্ম
তুমি বিনা প্রিয় কে বুঝিত
আমার চোখের ভাষা আবেগের মর্ম।
আজ ভুল করি
কালকে বুঝি সকল কর্ম হবে ঠিক
বেখেয়ালি মনের ,খেয়ালি পনায়
সব কিছু হয়ে যায় বেঠিক।
স্মৃতির পাতায় আজও সখা
শুধুই তোমায় মনে চায়
একবার দেখা দেও,কাছে এসে বসো
তুলে নিয়ে যাও এই আমায়।