আমি পৃথিবীর পানে, তাকিয়ে দেখি
একোন হতাশা
ভাঙ্গা হৃদয়, উত্তপ্ত মন
আশায় নিরাশা।
অর্থ লিপ্সা, তৃষ্ঞার্থ আশা
বুকে বেধেঁছে ঘর
স্বার্থ দাড়িয়েছে, ফাঁসির মঞ্চে
সবকিছুকে করে পর।
খোদাতায়ালার দোহাই এখন
চলছে অহরহ
মিথ্যা চলছে, সত্যের আগে
হারামে গড়ছে দেহ।
কে ? কাকে? ধ্বংস করবেে
এইতো জপে মনে
সাধু যিনি, তিনিই চোর
জানেনা তা জনে।
অর্থের মাঝে, খুঁজে সুখ
সুখ খুঁজে ভোগে
জানেনা মূর্খ, সুখ রয়েছে
শুধুই যে ত্যাগে।