মসজিদের মিনার হতে
হাকঁছে মোয়াজ্জিন
শোক সংবাদ, শোক সংবাদ
সবার মুখ মলিন।
কে আজি ধরণী ছেড়ে
চলে যাচ্ছো হায়
তোমার শোকে সকলে আজি
ভেঙ্গে পড়েছে কান্নায়।
উত্তর ,দক্ষিণ বিছানা করে
থাকবে তুমি শুয়ে
মলিন কন্ঠে কোরআন শরীফ
পড়বে একজন নুয়ে।
কেউ একজন শিহরে বসে
থাকবে অপেক্ষায়
লাশের মুখটা দেখে এবার
নেবো বিদায়।
স্বজনরা এসে ক্ষণে ক্ষণে
কাদঁবে উচ্চ স্বরে
হায়রে আমার আপন জন
কেনইবা গেল মরে।
বড়ই পাতা,গরমপানির
গোসল করিয়ে
নতুন কাপড় ,সুগন্ধি মেখে
রাখবে সাজিয়ে।
পালকি কোথায়, পালকি আনো
ওরে নওজোয়ান
দুলা যাবার সময় হলো
সকলেই সাবধান।
চার জোয়ানের কাধেঁ চড়ে
আসছে পালকি তেড়ে
সকলের কাছ থেকে দুলা
বিদায় নিল সেরে।
দুজনে ধরে দুলায়
পালকিতে উঠাইলো
এই দুনিয়ার কোনকিছু
সঙ্গে নাহি নিল।
কলেমা শাহাদাত পড়ে
পালকি উঠল কাঁধে
লা-ইলাহা-ইল্লাহ সুর
সবাই যেন বাধে।
পালকি চলে, পালকি চলে
পালকি যাবে কোথায়?
মাঠ পেরিয়ে ,বন পেরিয়ে
সাড়ে তিন হাত গোর যেথায়।
সৈয়দবাড়ি,মিয়াবাড়ি,খানবাড়ির
সামনে দিয়ে
পালকি চলে, পালকি চলে
পালকি চলছে ধেয়ে।
সৈয়দ,মিয়া ও খান
কেউ নেই এই ধরায়
সব কিছু ফেলে রেখে
নিয়েছে সবাই বিদায়।
পালকি চলে,পালকি চলে
আর কত দূর হায়
সামনের খালটা পার হয়ে
শিমুল গাছ তলায়।
কাচাবাঁশ দিয়ে দুলার
বাসর সাজানো
চারদিকে মাটির দেয়াল
আছে দাড়ানো।
পালকি চলে, পালকি চলে
পালকির পথ শেষ
আপন ঘরে থাকবে দুলা
এটাই আপন দেশ।