আমি একা বড়ই একা
কেউ পাশে নেই আমার।
নিসঙ্গতা আমাকে তাড়া দেয়
বারবার হৃদয়ের গভীর থেকে।
আমাকে করে দেয় উম্মাদ
উম্মাদনায় আমি বেহুশ হয়ে যাই।
শরীররটা যেন মনে হয়
একেবারে নিস্তেজ হয়ে যায়।
সারা শরীরে ব্যাথা অনুভব হয়
ঘাম ঝড়তে থাকে অঝড়ে।
প্রতি রাতে হঠাৎ
ঘুম থেকে জেগে উঠি
অনেক ক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে
চিন্তায় বিভোর থাকি।
হঠাৎ মনে হয়
এই অন্ধকার জীবনটাই আমার।
আমার কান্নার সুর কেই শুনেনা
কেউ শুনতেও চায় না
যদিও কেউ শুনে
তাহা বেশী ক্ষণের জন্য নহে।
আমি একা একা কথা বলি
দিনের পর দিন।
কেউ কেউ বলে
আমি নাকি পাগল হয়ে গেছি।
কি জানি হতেও পারি
কারণ আমাকে দেখার মতো কেউ নেই।