আমার স্মৃতিতে আজও নাড়া দেয়
আমার ছেলেবেলা
বাড়ির পাশে ভিডিও গেমসে
করতে ছিলাম খেলা।
হঠাৎ এসে মা জননী ধরলো
আমার কান
দুষ্টছেলে,গেমস খেলিস
বধিঁব তোর প্রাণ
তোর বাপ যদি, বাড়িতে আসে
ভাঙ্গবে তোর হাড়
বাপ যদি ,কিছু না বলে
আমার থেকে ,পাবিনা পাড়।
বাবা ভালো বাসতো আমায়
মা তার চেয়ে বেশি
বাবা-মা দুজনকে আমি
অনেক ভালোবাসি।
রাতে এসে বাবা দেখে
মায়ের ভাব-সাব গরম
ব্যাপার বুঝে বাবা আমার
হয়ে গেল নরম।
মাকে শুধায়, কি করেছে?
তোমার দুষ্ট ছেলে
সকল কথা আমায় তুমি
বলো একটু খুলে।
মা শুধায়,তোমার ছেলে
খেলেছে ভিডিও গেম
মা-বাবা, ভাই-বোনের প্রতি
নাইকো তাহার প্রেম।
এখন তুমি লাঠি নিয়ে
পিটাই করো তারে
তুমি না পিটালে, আমি কিন্তু
তাকে দেবনা ছেড়ে।
সেদিন রাতে মা-জননী
আর মারলো না মোরে
অনেক গরম ,পরে নরম
আমায় দিলো ছেড়ে।
মারার চেয়ে ,মারতে পারি
মা দিলেন এই শিক্ষা
“মা ” আমার প্রথম গুরু
তার থেকে নিলাম এ দীক্ষা।