মানুষ যদি হতো
              ও, ভাই মানুষেরই মতো
দ্বিধা,দ্বন্ধ,রাগ,হিংসা
                      থাকতোনা কিছুতো।
সুখে,দু:খে মিলেমিশে
                   সবাই কাটাতো দিন
মুখে হাসতো চাঁদের আলো
                    জোনাকির আলো ক্ষীণ।
পুব দিগন্তে রবি শশী
                  ছড়াতো সোনার আলো
কাঁধে কাঁধ মিলিয়ে
             একে অপরকে বাসতো শুধু ভালো।
একই সুরে গাইত সবাই
                       সাম্যবাদের গান
ধনী,গরিব সবাই মানুষ
                         এ ধরারই প্রাণ।
একই কাননের পুষ্প হয়ে
                         ফুটতো এক সাথে
সবাই মিলে পাড়ি দিতে
                     উঠতো স্বর্গের রথে।