কবিতা তোমার জন্ম দিনে
এসেছিলো রবি ঠাকুর
আশির্বাদে দিলো ‘গীতাঞ্জলি’
ভালোবেসে দিল নুপুর।
কবিতা তোমার জন্ম দিনে
এসেছিলো কাজী নজরুল
আশির্বাদে দিলো ‘অগ্নিবীনা’
ভালাবেসে দিল আমের মুকুল ৷
কবিতা তোমার জন্মদিনে
এসেছিলো জসীমউদ্দীন
আশির্বাদে দিলো ‘রাখালী’
ভালোবেসে দিল বীণ।
কবিতা তোমার জন্মদিনে
এসেছিলো জীবনানন্দদাশ
আশির্বাদে দিল ‘বনলতাসেন’
ভালোবেসে দিল এক মুঠো ঘাস।
কবিতা তোমার জন্ম দিনে
এসেছিলো শরত্চন্দ্র
আশির্বাদে দিল ‘দেবদাস’
ভালোবেসে দিল ইন্দ্র।
কবিতা তোমার জন্ম দিনে
এসেছিলো নির্মলেন্দু গুন
আশির্বাদে দিল ‘প্রেমাংশুর রক্ত চাই’
ভালোবেসে দিল নুন।
কবিতা তোমার জন্ম দিনে
এসেছিলো শামসুর রাহমান
আশির্বাদে দিল ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’
ভালোবেসে দিল এক মুঠো ধান।
কবিতা তোমার জন্ম দিনে
এসেছিল আহসান হাবীব
আশির্বাদে দিল ‘সোনালি কাবিন’
ভালোবেসে দিল প্রদীপ।
কবিতা তোমার জন্ম দিনে
এসেছিল সৈয়দ শামসুল
আশির্বাদে দিল ‘অগ্নি ও জলের কবিতা’
ভালোবেসে দিল কদম ফুল।
কবিতা তোমার জন্ম দিনে
এসেছিল মীর মশাররফ
আশির্বাদে দিল ‘বিষাদসিন্ধু ’
ভালোবেসে দিল একমুঠো যব।