নারী বলে তোরা অবজ্ঞা করিস
ওরে পাষন্ডের দল
নারীরা মোরা এক হয়েছি
বাহুতে মোদের বল।
হাতে কাস্তে, কাঁধে রাইফেল
শরীরে যু্দ্ধের জামা
শতবাধা ভাঙ্গবো মোরা
শুনবো না করো মানা।
নজরুল বলে,বিশ্বে যা-কিছু মহান
সৃষ্টি চির কল্যাণ কর
অর্ধেক তার করিয়াছে নারী
অর্ধেক তার নর।
আমরা বলি ,আমরা করিয়াছি ,আমরাই করব
আসুক যতই ঝড়
পিছ পা হবো না ,যত বাধা আসুক
যদি সঙ্গে, নাও থাকে নর।
রবীন্দ্রণাথ বলে,অর্ধেক মানবী তুমি
অর্ধেক কল্পনা
আমরা বলি ,পুরোটাই মানবী নারী
আগুনে পোঁড়া সোনা।
রোকেয়া সাখাওয়াত জাগিয়েছে মোদের
ও ভাই, আমরা হলাম নারী
কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব
দেব ,সাত সমুদ্র পাড়ি।
পরিস্থানের পরি মোরা
ও জাদু , আমরা কিন্তু নারী
বিশ্ব জগৎ দেখবো মোরা
নরকে পেছনে ছাড়ি।
সাগর জলের মৎস্য কন্যা
ও সোনা, আমরাও কিন্তু নারী
পাতালপুরে বানাবো মোরা
জলের রাজ্যে বাড়ী।
সবখানে মোরা, বিজয়ের বেশে
উড়াবো মোদের নিশান
সমকন্ঠে সুর মিলিয়ে, গাইব
নারী জাগরণের গান।