যদি চ্ছিন্ন করো তবে এখনই চ্ছিন্ন করো
সকল চাওয়া পাওয়ার অবসান ঘটাও এখনই,
টলমল চোখের মায়াবী চাহনীতে
আর বেধেঁ রাখার প্রয়োজন বোধ মনে করিওনা।
যদি ভুলে যেতে চাও, তবে ভান না করে
এখনই ভুলে যাও, ভালোবাসার প্রতিটি স্মৃতি
বিচ্ছিন্ন কিছু ঘটনা মনে করে
ভুলে যাও নিছক কিছু অহেলিত সময়কে।
যদি ছেড়ে যেতে চাও,তবে আর ফিরাইবোনা
নতুনের খোঁজে বেরিয়ে দেখো বাস্তবতা কতো কঠিনময়
অনাবিল বিশ্বাসই যখন ভঙ্গুর স্বপ্ন হলো
তাই প্রত্যাবর্তন করে লাভ কী বলো?
যদি দেখতে মনে না চায়, তবে আর দেখিওনা
রক্তাক্ত হৃদয় গগনে,অহেতুক বিচরন করিওনা আর।
সবকিছু চ্ছিন্ন করে, হারিয়ে যেও কোন এক দূর অজনায়।