সুখের লাগিয়া ভাসাইলাম আমি
আমার দেহ তরী
যেথায় তাকাই সুখ নাহি পাই
সুখের সন্ধান করি।
যে ঘাটে ভিড়াই জীবন তরী
দুঃখ রয়েছে ভরি
আশা নিরাশার স্বপ্ন খেলা
করে শুধু পায়চারি।
আজ মরি মরি ধৈর্য ধরি
কাল বুঝি হবে সুখ
শত বেদনার মুকুট পাড়ি
এদিক সেদিক ঘুরে দুঃখ।
ভরা গাঙ্গে পানি থৈ থৈ
এটাই সুখের নিশান
ভাটায় তরী ভেসে যাচ্ছে
জোয়ার যে বড় পাষাণ।
এবার মিনতি সমুদ্রের কাছে
সুখের সন্ধান দিবে?
সমুদ্র কহে বসো বাছা!
সুখ নাই এই ভবে।
আকাশের মন, মহান তাই
তার কাছে সুখ খুঁজি
রবী শশীর প্রচন্ড তাপ
সুখ পালালো বুঝি।
লিলুয়া বাতাস হেসে হেসে
সুখের কথা কয়
হঠাৎে এসে কাল বোশেখী
ঝড়ো হাওয়া বহায়।
সুখ নাই ভাই,সুখ নাই
সুখ নাই এ ভবে
যতটুকু পাও,শোকরিয়া কর
সুখ হবে মনে তবে।