হারিয়েছে যে,বুঝিয়াছে সে
হারানোর কত ব্যাথা
হৃদয় নিংড়ানো কষ্ট,শত আঘাত
থাকেনা কোনো কথা।
মনের অজান্তে, কান্নার সুর
বের হয় চুপি স্বরে
শরীরটা যেন নিস্তেজ হয়ে
মাটিতে লুটিয়ে পড়ে।
মস্তিকের রক্ত ক্ষরণ
হায়রে কী যে হলো?
আমার প্রিয়জন মানিক রতন
দুনিয়া ছাড়ি, চলে গেল।
দুচোখ যেন অথৈ নদী
প্রবাহিত হয় জল
আমার প্রিয়জন আমায় ছেড়ে
চলছে কোথায় বল।
যাকে রেখেছিলাম, হৃদয় মাঝে
অন্তরের গহীনে
কেমনে আমি জীবন কাটাই
আমার প্রিয়জন বিহনে।
ওরে তরুলতা ,বনের পাখি
শুধাই আজি তোমারে
প্রিয়জনহারা, শোকাতুর আমি
থাকতে চাহিনা এ ধরায় রে।