পক্ষীরাজ বলে
ওহে মনুষ্যকূল
প্রতিটি কাজে তোরা
করিস শুধু ভুল।
বিধাতা সৃষ্টি করেছে তোদের
সৃষ্টির সেরা করে
মিথ্যা কাজে কর্মে তোরা
পেছনে রয়েছিস পরে।
ঘর গড়ার স্বপ্নে তোরা
ভাঙ্গিস কত ঘর
পরকে তোরা আপন করে
আপনকে করিস পর।
কার আগে কে বড় হবি
এটাই তোদের কর্ম
নিজ স্বার্থ আগে
ওরে, যাহা বলুক ধর্ম।
হালাল হারাম মানিস নারে
ওরে পশুর দল
সৎ কথায় কান দেসনা
মিথ্যায় তোদের বল।
তোরা বলিস সুখী আমরা
চেয়ে দেখ, আমাদের কত ধন
পাড়ার লোকেরা আমাদের
করে কত সম্মান।
বোঁকা তোরা গাঁধা তোরা
তোরা বন মানুষ
এই জগতের লোপ লালসায়
তোরা, হয়েছিস বেহুশ।
আমাদের দিকে তাকিয়ে দেখ
আমরা কত ভালো
শুশৃঙ্খল জীবন গড়ি
আমাদের, মন নয়কো কালো।
আঁধার এলে আামরা সবাই
নীড়ে যাইগো ফিরে
আমাদের খুঁজে পাবে নাকো
অমানুষের ভীড়ে।