ছন্দে ছন্দে কবিতা লিখি
ছন্দে লিখি গান
মনের ছন্দে তিড়িং-বিড়িং
নাচের ওঠে তান।
চোখের ছন্দে ঘুম আসে
হৃদয়ের ছন্দে সুর
মুখের ছন্দে সুরের খেলা
করে সুমধুর।
নদীর ছন্দে ঢেউ ওঠে
সমুদ্রের ছন্দে উত্তাল
বৃক্ষের ছন্দে পক্ষিরাজ
নাচতে নাচতে মাতাল।
আকাশের ছন্দে মেঘ জমে
বৃষ্টির ছন্দে বন্যা
হিম শীতল কুয়শাগুলো
ঘাস বনের কন্যা।
রাতের ছন্দে চাঁদ হাসে
সূর্যের ছন্দে দিন।
লিলুয়া বাতাস মৃদু সুরে
বাজায় আনন্দের বীণ।