বসেন্ত আমার কোকিল ডাকে
বন্ধু তুমি কই?
তুমি বিহনে একলা ঘরে
কেমনে আমি রই?
ডাক দিয়ে যায় মরার কোকিল
ঘুম ভাঙ্গিয়ে যায়
মনের ঘরে আগুন জ্বলে
তোমায় দেখতে চায়।
তোমার পানে পথ চেয়ে
হাত বাড়িয়ে রই
যাকে দেখি, তাকে সুধাই
বন্ধু তুমি কই?
বন্ধু তুমি না আসিলে
কি করবে অভাগী?
নিজ হাতে পরাণ দিব
বন্ধু তোমার লাগি।
বন্ধু তুমি ফিরে আসো
আর করোনা খেলা
এ বসন্তে না আসিলে
আর পাবেনা বেলা।
ও বন্ধু আর ডাকবোনা
একবার দেখা দাও
পরাণ পাখি ভেসে যাবে
ছেড়ে যাবে নাও।
এতো ডাকি সোনা বন্ধু
তবুও আসলেনা
চলে যাচ্ছি বিদায় বন্ধু
আর কখনও ডাকবোনা।