একটি গল্প বলি শোনো,
                         রাষ্ট্রভাষা বাংলা চাই ,এই ছিলো তাদের শ্লোগান
                           রাজপথে দফায় দফায়, মিছিল প্রতীয়মান।
                             পাকিস্তান সরকারের,১৪৪ধারা জারি
                     হঠাৎ পুলিশের গুলি, রাজপথে রঞ্জিত কতই লাশের সারি।
                        সালাম,রফিক,বরকত,সফিউর রহমান দিল প্রাণ
                      রাষ্ট্রভাষা বাংলা হলো বাঙ্গালির,বাড়লো বাঙ্গালির মান।
গল্পটির পরের অংশ শোনো,
                    রেস কোর্স ময়দানে,৭ই মার্চ আপামর সকল জনতার আগমন
                      বাঙ্গালির জাতির জনক বঙ্গবন্ধু, শেখ মুজিব  দিলেন ভাষণ।
                               এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
                            এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
                                              ‍‍‌‌‌‌‌‌''জয়বাংলা''
                              বাঙ্গালি হয় প্রতিজ্ঞাবদ্ধ ,জয় করতে ‘বাংলা’।
গল্পটির পরের অংশ শুনবে দাদু, তাহলে শোনো-
                       ২৫শে মার্চ রাতে অপারেশন, সার্চ লাইট হলো শুরু
               পাকিস্তানিরা চেয়েছিল নিধন করতে বাঙ্গালি,তাদের আশা করতে পুরু।
                             কিন্তু বাঙ্গালি ,আপোশহীন বীরের জাতি
                       ২৬মে মার্চ পেল স্বাধীনতার ঘোষণা,পেল যুদ্ধের সম্মতি।
                        স্বাধীনতার নেশায় পড়ল বাঙ্গালি, প্রাণ পণে ঝাঁপিয়ে
                          বাঙ্গালি বাঘের আক্রমনে ,পাকিস্তানি গেল পালিয়ে।
তারপর কী হলো শোনো ,দাদু-
                               সারা দেশকে করা হলো ১১টি সেক্টরে ভাগ
                             দীর্ঘ ৯মাস একটানা যুদ্ধ নেই যে কোনো ফাঁক।
                     আবাল, বৃদ্ধ, বণিতার লাশ দেখা গেল, সারা দেশের নদীর জলে
                             ৩০লক্ষ মানুষের প্রাণহানী,বাঙ্গালি যাবেনা ভুলে।
                                অবশেষে ফিরে পেলাম মোরা ,প্রাণের স্বাধীনতা
                    বুক ফলিয়ে,মাথা উঁচু করে,হাটবো মোরা,নেই কোনো পরাধীনতা।
বাকীটুকু কালকে শোনো,না এখনই শুনবে,তাহলে শুনো-
                           নিয়াজির ৯৩ হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ
                        রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্বাক্ষরিত দলিল অর্পণ
                                শত্রু মুক্ত হলো দেশ,উড়লো স্বাধীন পতাকা
                         কাঁধে কাঁধ মিলিয়ে গড়ব দেশ,রাখবো মর্যাদায় ডাকা
                           দীর্ঘ নয় মাস মাতৃগর্ভে,চড়াই উৎড়াই পার করে
                                 জন্ম নিলো একটি শিশু ,এ ধরণীর তরে
                              নাম নিতে তার মুখে হাসি, গর্বে ভরে বুক
                             পা ফেললে তার জমিনে,কেটে যায় সকল দু;খ
                      বলোতো দাদু, লক্ষ শহীদের রক্তে গড়া সেটি কোন দেশ
                    আমার তোমার প্রাণের প্রিয় জন্মভূমি ‘‘সোনার বাংলাদেশ’’