ভুলে যেতেই হয়তো আজ
দিচ্ছি উড়াল, হচ্ছি আড়াল
করছি কিনা ভীষণ ভুল!
লাগছে তুমল,তুমল মাতাল।
মন খারাপের এই উল্লাসে
কার কি যায় আসে!
দিনে গেলে রাত আসে,
থাকেনা কেউ দিন শেষে!
আষাঢ় কালো,নিভুক আলো
করছি আড়াল, দিচ্ছি সামাল
মন খারাপের উল্লাসে
কার কি যায় আসে!
শুনছো নয়নবালা অভিমানী!
এখনো স্মৃতিরা দেয় উস্কানি
বাদাম খোসা ছিলতে গেলে
শীতের দিনে বৃষ্টির মেলে
মন খারাপের উল্লাসে
কার কি যায় আসে!