মাঝে মাঝে রুপকথারা উঁকিবুকি দেয়...

ঊড়ে চলা একঝাক গাংচিল দেখে প্রায় তোমার কথা মনে পরে। মনে পরেই না শুধু মন পুরেও।

পুরে পুরে স্মৃতিগুলো  কয়লা হয়, কয়লা থেকে আর হিরে হয় না। ছাই হয়ে আকাশে উড়ে যায়।সেই গাংচীলেদের ডানায় ডানায় অজানায় যায় হারিয়ে।

একসময় ঝরঝর করে বৃষ্টি এসে নামে আমার গায়ে। বিন্দু বিন্দু ফোটায় তোমার কাজল ভিজে যায়।

হাওয়ায় হাওয়ার একসময় বৃষ্টি নেশা ভরা বিকেলে গরম ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে হাইওয়ে রোডের পাশে ছোট টঙে তোমার অপেক্ষায়  বসে থাকি।

বৃষ্টি মাতমে রাস্তা গুলো যেন চুল শুকাতে দেয়৷ ঢলে পরা সুর্যস্তের গায়ে। চুল শুকায় না। মাটির সোদা ঘ্রাণ আসে, সে ঘ্রাণে তোমার মায়া লাগে না।