আমার আসলে ঈদ নাই
ঈদটা হারিয়ে গেছে।
খুজে পাচ্ছি না।

বিছানার নিচে গেল!
ব্যাগ,ড্রয়ারেও পেলাম না।
সবই পাচ্ছি,আমার ইদটাকে পাচ্ছি না।

নামাজে যাবার সময় মা বলতো,
"সেমাই খায়া যা"
কথাটা আমার  ঈদ ছিল,খুজে পাচ্ছি না।

বাবার দেয়া দুইটা দশটাকা নোট,নামাজ শেষে একটা হজুরের জন্যে,একটা মসজিদের জন্যে।
কিন্তু নোটগুলো কোথাও খুজে পাচ্ছি না।

আমার মানিব্যাগে খুচরা টাকা গুলোর মাঝে ঐ দুইটা দশ টাকা নোটের ঈদ,
আমার অনেক প্রয়োজন ছিল আজ।
খুজেই পাচ্ছি না৷

কোনো এক বিকেলে,নাকি সকালে কে জানে!
ছাদে জমা বৃষ্টির পানির মতো
শুকিয়ে গেল আমার ঈদ।

খাবারের টেবিলে  ঈদটা পাইনা।
পানি কে জিজ্ঞেস করলাম,
তুমি আমার ঈদগুলোকে দেখেছো!
উত্তরে সে বলে তার নাকি কোনো রঙ নাই।


22,04,2023