ব্যবধান বাড়ে কৌণিক কোণের
যোগ-বিয়োগের সরল সংজ্ঞায়
গানিতিক সুত্রে হৃদয় পুড়ে।
বৃত্তবন্দী অভিমান- নামতার চিলেকোঠায়
আর কৈলাশে উপত্যকায় সংখ্যাতত্বের অসীম বিভাজন-
নির্পলকে দেখি ভর্তি হওয়া এ্যাসট্রেতে
স্বপ্ন পুড়ছে নিকোটিনের সাথে- ছাই
আর চুপিচুপি গল্প অধ্যায় রাতের পাঁজরে।
শেষবার যখন ফিসফিসে স্বর উড়েছিল
কিছু স্পর্শ আর নিবিড় আঙ্গিকে-কামনার রঙে সারা মুখে ঠিকরে ছিল রক্তাভা
রুপকথা রাতের শিশির ঝরার পূর্বরাগ।
হারুনের খেলাফতের অলীক গল্পের অন্তঃপুরে
বুনোট কামনার জলরং এ।
ঝলসে গেছে কুয়াশা রাত-
মাতৃত্ব অহমের খন্ডিত পর্বে।
ক্ষুদার্ত শিশুর দুগ্ধ পান-অবাক মঙ্গল সুত্র ইন্দ্রিয়জ বৈভব।
শিশুর উত্থিত লিঙ্গ আর অন্য হাতে আগলে রাখা দুধ-আধার,
বদলে যাওয়া তোমার মুখের রংরেখা -সেই জলরং
আর অনুভুত পুলকের সরল সমীকরণ।
আমি সুত্র ভুলে যায়- বৃত্ত গ্রন্থি
আর পিটুইটরীর হরমোনিক কার্যকারণ
রঙের জারনে কতটা পাল্টে যায় রুপরঙ-
সুত্রহীনতায় সুত্র খুঁজি ... অনুভবের লম্ব-ভুমিতলে...