গড়ায় ... পাহাড়ের পাথর নুড়ি
কবিতার গ্রন্থিত শব্দাবলী
আর শব্দকোষে প্রথিত বর্ণের রঙ।
যখন শব্দের গন্ধ শুকে বাক্য গড়ি
অনুভবের সিক্ত রঙে
আঁকি আরাধ্য বাউল সুরের প্রাণ
উপচে পড়া স্বস্তি পেরোয় নীলাকাশ
কবিতার পালক উড়ায় উত্তরী হাওয়া
আবেগ ঝরার শিল্পে
সহসা উত্তাপ আসে-
পুড়ে যায় পালকের রঙ
দিকভ্রষ্ট বিজাতী শব্দের বৈরী বলয়
গেঁথে দেয় ভ্রষ্ট ভাবনার দ্বৈত নামতা
অনুশোচনার দীর্ঘশ্বাসে কেঁপে যায়
কাব্যের শরীর-ক্ষতে ঝরে লোহিত হাহাকার
আমি নির্বাক চেয়ে থাকি-
দেখি অনুশাসনহীন সমীক্ষার কালে
অবলুপ্ত বোধের পলিতে হেটে যাওয়া আমারই প্রতিচ্ছবি
অনুচ্চে বলি কবি-
শুনছো কি কবিতার আহাজারী
তোমার কবিতা জুড়ে বিমাতৃয় বর্ণমালার নগ্ন প্রচ্ছাদন
কিভাবে ঢাকে বলো মানচিত্রের সম্ভ্রম