প্রকাশ্যে আসুক পরকীয়া- জানা ধ্যান
ছায়া মুক্ত স্বপ্ন জেনে যাক লজ্জার কফিন।
ব্যবহৃত শব্দের সাথে শব্দের এ যৌনতা
রাতজাগা যমজ নিশ্বাসে ভোর ম্লান।।
আজ্ঞা চাই দংশন
বিষ - বিষে নীল
যন্ত্রনা রোম উড়োন
বিষাক্ত বিষ বিলীন।
জীবন থমকে যাবার ভয়ে হাত বাড়াই
রেশম পোকা,গুটি বোনে হ্যানসিলে
হাত ছোঁয় নরম বিশ্বাস, ছোঁয় চোখ পাতা
চোখের কার্নিশে ছবির ছায়া কাঁপে
আকাশ ফুটো করে বিস্ময়, নক্ষত্র
চিমটি কাটে, ভ্রুন ফোটাই ক্লান্ত পাহাড়।।
গাছ বাঁচে তাই স্বপ্ন খোঁজা ,নাল ফোটা ডাকাতিয়া
বালাদাসীর সঙ্গম সুখ ধুয়ে চিংড়ির চোখে নৃত্য দেখে ।
জলে ভাসা ডোঙা ঘুমায় মাটির শরীরে- স্বপ্নাতুর মগ্নতা,
ধুলোবনে ফেটে যাওয়া চামড়ার ভাজে-রিক্ত করে।।
বিবস্ত্র পরকীয়া গুটি পা হাটে -পা ছোঁয় পা,
বিবর্তনের আড়মোড়া ভাঙ্গা বুক শব্দ শোনায়
চাঁদের পাহাড় ঢেউ সুখে- রতি'র গন্ধ পথে,
পথ হাটে ,পথ পালায়,তেলাপোকা সুখ,পিঁপড়ে আঙ্গুল।
প্রকাশ্যে আসুক পরকীয়া, শ্রুতি দূষণ বিশুদ্ধতায় ।।
লেখা- ২৭ জুলাই ২০১৪ ইং
নাল- শাপলা ফুল-পাতার লতা।
ডাকাতিয়া- খুলনার একটি বৃহৎ বিল।
হানসিল- রান্নাঘর