অন্তর্বাস খোলা রাতের ইশারা দেখি
অথর্ব বিকেলের বারান্দায়
ব্যস্ত নগরীর হাতি নামক ঝিলপাড়ে
মাছের উপোস কাটা আর
ভারসাম্যহীন আমার দীর্ঘশ্বাসে
হাতের টুকরো পাথর মোটেও যা চকমকি নয়-
সিগারেট বিক্রেতার কাছে চাই দিয়াশালাই
তৃপ্তির একগাল ধোঁয়া বাতাস দূষিত হয় কতটা আর বলো
তোমার বে-ওয়ারিশ সঙ্গমে উৎকট গন্ধ
ভারী হয়না বাতাস
তার ওজনস্তরে মোটেও সংঘাত নেই
তোমার দিব্য পুরুষ ঈশ্বর চেটেপুটে খায়
প্রাপ্য অপ্রাপ্য সকল প্রচ্ছাদন খুলে
সকাল -বিকেল আর আনকোরা সন্ধ্যে
সেখানে বাসি হওয়ার অবকাশ নেই কিছুরই
অগত্যা চিলেকোঠার বমি- পুত গন্ধ
আর একরাশ অবজ্ঞার রোদে
আমি নির্লিপ্ত্ উদাস
পাখির বাসায় বাওয়া ডিমের
সার্বক্ষনিক প্রহরী-
মাসান্তে বৈষয়িক হিসাবে শুন্যও যার দুষ্প্রাপ্য