একদিন আকাশ উপুড় হোলো ঈশান কোনে
তার ঠোঁটে ঈস্পিত হাসি-
ঈশারায় এঁকে দিল চুমুর রঙ
তুমি কি জানো ঈশিতার রঙ রেখা
খেলছে আজো তার ঠোঁটের কার্ণিশে
জড়োয়া হাওয়ার আলতো ছোঁয়া-
শিহরণ তোলে ঈশাণ- নৈঋতে
আকাশ তারায় আঁকা হয় ছবি
জলছবি সে, হেলেছে চাঁদ
ছেড়ে আপন পাড়াগাঁ -ভীরু আহ্লাদে
উত্তাল ঢেউয়ের বাসনায়
বোধের পলিতে জন্মানো এক কোষ আলো
প্রান্তরের ছাঁয়ার সাথে লুকোচুরি
স্বলাজ স্বাদ বুকে চেপে স্বপ্ন আঁকা
বন্ধ হবে শব্দের ধর্ষিত চিৎকার
লুপ্ত বোধের অবক্ষয় গেছে থেমে
নান্দনিক রোদ্দুর খেলছে দুরন্ত
বুক ভরে শ্বাস নিই-তৃপ্তির উচ্ছ্বাসে
এসো বোধের আলোয় জেগে উঠি
জোছনা ভেজা মাঠে স্বস্তিতে