চোখের পাতার ঘুম বন্দী আদিম টোটেম চিত্রে,
নির্পলক পাপড়ির ঘুম লেখচিত্র আটকে থাকে শাহনামার কাব্যস্বরে।
যতবার ভাবি রাত পালাবো ফেরদৌসির আলখেল্লায়
পারস্য রাজন্য সভায় ওড়ে প্রেমালু বাতাস
কতক্ষন আর দম বন্ধে দৌড়ে পঙক্ষিরাজ?
তোর শহরের যাদুগলি ঘুরে ধারন করি
গুহাচিত্রের রতিকলা ক্যানভাস
নিটুট তোরই মুখোচ্ছবি স্পষ্ট তেভাঁজ।
কড়কড়ে চাহনি অবাকের ভাঁজ আঁকেনা কপালের রেখায়,
লজ্জাবতীর হলুদ ফুল সখ্যতি আজ
স্বর্নলতার শহরে
বাতাস উড়ায় সে শহরের উচ্ছ্বাস
আমি পূণঃর্বার ঘুম খুঁজি চোখের কোঠায়।