ক।
জানাই হয়নি -
কতো মহাকাল,
থেলেসীয় জলতত্বের ব্যবধানে।
বরং জলের আঁচলে ধুয়েছি মুখ-
কলুসিত অন্তর করেছি সাফ স্বচ্ছ শিশিরে।
তবু এ মাটির নেতানো পলিতে টানেনি তারে
ভুলেছে মায়ার অধ্যায়-
চম্পাবিবি কাঁদছে দেখ বনবিবির অছিলায়।

খ।
আর-
পিঙ্গল কষ্ট স্বরোষে খামছে ধরে পাঁজরের শিক,
ছিড়ে ফেলে হৃদপিন্ডের শিকল।
আমি আর একবার আকাশ ছুঁয়ে দেখি-
সেখানেও কষ্টমাখা মৃত্যুর নীল।
ফুসকার মত গুড়ো হয় শুষ্ক ফুসফুসটা
বাতাসহীনে ।

গ।
আদ্রতা চাই - আরো এক আর্যবৎসর ধরে,
আমিহীন রূপকথা কাঁদছে দেখ-
হে বাংলা কবে পাল্টাবে বলো দুয়োরানীর বসন তোমার?
ক্ষয়ে যাওয়া আধখোলা জানালা -প্রতিক্ষায় ,
বুকের চৌকাঠ ডিঙ্গিয়ে নাহয় এসো -সুয়োরানী-
কাঁদছে বাসর তোমার।