....এবং এভাবেই বিকশিত হয়-
বোধগুলো জেগে ওঠে-
কামড়ে, পুড়ে অবোধ,
মানবতার সুরে।
আমি জীবন খুঁজে পাই,
অস্তরাগের মানবতার মন্ত্র-
কাঙ্খিত স্বপ্ন ছুঁয়ে যায় জীবনের অন্তরা।
বিমোহিত হাঁটি সময়ের সিঁড়ি-
এবার কফিনে ঢাকলেও ক্ষতি নেই-অনুযোগও।
বিষ্মিত নির্জনতা যখন শরমচিহ্ন খুঁটছিল-
আমি অকপটে বলেছি- প্রজন্ম বাঁচাও- প্রজননের ঋতু নয় বর্ণমালার অশরীরি সঙ্গম।
নির্বাক তুমিও আর বীজ বুনো না শব্দের,
কাব্যচাষীর মাঠে-
ভুলমন্ত্র বুনো না প্রত্যাশার উদীয় বিলাপ।
বরং বোষ্টম হও
লাউয়ের ডুগডুগি- একতারা আরাধ্যে।
যদি না বাজে এ সুর-
না জাগে অংকুর অনুযোগ নেই কোন আর,
আমি ছুঁয়ে গেছি দেখ মহাকাল,
আর প্লাবনে না ভাসা শ্যাওলা জল,
ফিরে এসো জাগতিক মানব,
হাজার রাতের গল্প শেষে- শুদ্ধ সকাল।
যদি না জাগে শিশির সকাল -
বেশ তবে মেনে নাও বিলাসী রাত-
কথা দিই আজ ঝিঁঝিও ডাকবেনা সাঁঝ
স্বপ্ন ঝরো স্বপ্ন ঝরো অবুঝ রাত,
নৈঃশব্দেই বাজুক আজ! তানপুরা।