প্রথমঃ-
একঝাঁক বুনোচিল
উড়ছে সাঁইসাঁই -
সামলে রাখিস কুকড়োর ছাঁ তোর।
ঝপাৎ নেমেই নখরে নিতে পারে
আদরে লালিত স্বপ্ন পাজর।
দ্বিতীয়ঃ-
জমাট মেঘ-
চাই ফিকে হোক-
উঠুক আবীর রংধনুও।
তৃতীয়ঃ-
ফিরে আসি মিছিলে-
তবু একা।
ভেসে যাওয়া মেঘ ফেরেনা- জলফোটা ঝরে অবিরত-তবুও।
ফিরিনা আমিও- তোমার নাব্যতার পলি রঙে-
যেটুকু চাই তোমায়-
অলস অভিমানে।
তুমিও কি ভুলেছো স্পর্শের আবিরের
সেইক্ষন?
নিয়ত আয়না বন্দি মুখ;খুঁজছে তোমায়।