নিরবধি আছি চাইয়ে তোর লাইগা যে কান্দে মন,
অন্তর মাঝে পুইসা রাখি কইরা আমি খুব যতন।
তুইযে আমার পরান কাড়ি চইলা গেছিস সেই কখন।
আমি আছি একলা একা মইরা বন্ধু ছাড়া এ জীবন।
আইতি যদি তুইরে বন্ধু জোৎস্না ভিজত এই পরান,
স্বপ্ন সুখে ভাইসা সখা হইতো জীবন পূর্ণ প্রান।
বলনারে তুই আমার গানে একটূও কি মন টানে
রাধার পরান টানত যেমন মোহন সুরে কানাই গানে।
একটু যদি নাচেরে মন দে না ছুঁয়ে এই আমায়
আমি বন্ধু ফিইরা বাচি একটু যতন তোর ছোঁয়ায়।