নির্মোহ আড়মোড়া ভাঙ্গে.....
বিমূর্ত স্বপ্নগুলো বুকে ধরে
একঝাঁক টাইউটের মত।
আর জেগে ওঠে পিথিয়া লালিত অভিলাষ
বাবুই বুনন গৃহ তার না যাক কোমায়।
বেঁচে থাক আদিকাল --
মহাকালের রক্তিম শীতল কেপলার।
ঠেকে যায় নৈরাজ্য-
ধেয়ে আসা কঙ্গোর পিরানহা।
আর ইন্দ্রমোহের আলেয়ার আঁচল,
চিহ্নিত শব্দের সাতকাহন।
বেঢপ বয়স আমার জোগায় না সাহস-
তবুও তো শেকড় আছে-
বিদীর্ণ পাথরে ঢাকা আমিই শেষ মমি-
অগোছাল ফলকে ঢাকি বুকের তিলক।
বোধের পলির মেটে রং মেখে
নিঃশব্দেই সুরের চিহ্ন ধরেই বাঁচি....
বেশ ইচ্ছে হলে তুমিও হও ফসিল,
মিথ্যে আশ্বাসে মমি হতে এসোনা---