চলেই এলাম--
প্রোজ্বল কতক বর্ণ আর রঙিন শব্দের ওম পোহাতে।
ভেজা বাক্যের শরীরের প্রলেপ জড়ানো সে আবিরে;মোহাবিষ্ট হই আমি বারবার,
রুপকথার মতো।
ঐশ্বর্যিত বাক্যের মজ্জায় আমি আহ্লাদিত হই-
খুঁজে পাই প্রানের স্পন্দন।
গত হয়ে যাওয়া কিছু কুঁচরঙ আগামীর স্বপ্নে হয় বিভোর।
মূহুর্তিক বর্তমান উড়োহাঁসের মতো পাখনা মেলে।
ছুঁয়ে যায় আফ্রোদিতির মায়াবী অভিলাষ-
ভুলে মোঘল হেরেমের কান্না।
আমি ওম ফিরে পাই- ফিকে.. গাঢ় ... বর্ণালী।
বাক্যের ব্যঞ্ছনায় ফিরে আসে বিসর্জিত-
ছেঁড়া কাঁথা ,প্রান্তের দাগ আর বয়সী বিকেলের রঙ।
অভিমান আর অনুযোগের সকাল বাসি হয়ে আজ-
দেখে ঘাসের ডগায় কিভাবে
ছোট্ট শিশির সূর্য ধরে আছে অন্তরে।
অনুচ্চ স্বরে রোদ্দুর একেঁ যায়-
বরফ মুড়ানো পাহাড় চূড়ার গান।
এসো রঙ মাখি-
জলকুমারীর স্নান ভাঙা জলের গল্প শুনি।