তুমি থেক এই পাহাড়ের পাশে আমি ঐ পাশে
মনের ভিতর যতকথা আছে বলে দিও উদাসে।
আমিহীন একা জোছনা দেখ কাঁদছে হতাসে,
তারাগুলাও হারিয়েছে রঙ হোয়ে ফ্যাকাশে।
যদি পার একটু এসো পোড়া মাটি রঙ মাখি
তোমার রঙের সে আলোয় যাবে আধাঁর ঢাকি।
হয়তো তোমার কাটেনি সংশয় আমি আছি নাকি?
সত্যি বলি সেই উপত্যকায় আজো কাদাজল মাখি।
এবার বলো আসছো কি তুমি পোড়ামাটি রাঙ্গাতে,
বুকের মাঝের উনুন জ্বলা সেই নীল ভুল ভাঙ্গাতে।
আর যদি না আসো বলো বাতাস প্রকাশে
(শুধু)
চেয়ে দেখো আকাশ মেলায় তারা গেল খসে।