থার্ড আই
(মাই এ্যাপোলজি টু রাইট হিয়ার সাম কজ এ্যাম নট পোয়েট বাট আক্টিইং এলাইক, ফ্যর দ্যাট হেয়ার আই ব্রিফ সাম ঃ-
নাম্বার ওয়ান ক্যারিং সাম নেম দ্য আইকন অফ হিন্দু রিলিজিওন অনারেবল গড/ ভগবান অ্যান্ড বিহাইন্ড সাম ইথিক্স এন্ড ম্যরাল - ইফ ইউ ফাইন্ড আন্যি রং হিয়ার ইউ মাস্ট ইনফরম মি, মি ওয়ানা থ্রইং দ্য ইটারন্যাল ইটারনিটি , এ্যান্ড বিলিভ অল ট্রুথ আর ড্যাটা বাট অল ড্যাটা আর নট ট্রুথ )
নাম্বার টুঃ- ক্যারিং ইটারনাল ড্যাটা অফ ম্যুরাল নো অ্যানাদার হিডেন)
একঃ-
====
বহ্নি-মন্যু মন্ত্রে আজ্ঞায় ভেজা জল
ছিল্কে ছোঁয় ন্যুয়ে পড়া বোধের পাঁচিলে।
কাটারা আঁকর কাটে সিতা খোঁজা লক্ষণ চোখে
ইন্দ্রজিৎ স্বরে ছুটে আসে মেঘ- শরে বিদ্ধ হয়
শ্বেত উল্লাসে নাচা রাবন অনুজ-কামরুপ কামাক্ষা পাহাড়ে
অনৈতিক উল্লাসেরা হচতে হচতে নত হয় বীর-হনুমান পায়ে।
কাশবনে নরম বিশ্বাসে হাটে - লব-কুশ কাশফুল আদরে।
নৈতিক দাস জীয়ন পাই কৈশল্যের -বিশল্য করনী সিক্ত রসে!
সবুজ ভোর পায় রবির ছুয়া- ঈষৎ স্বস্তিতে কলম লেখে
স্বতঃস্ফূর্ত নৈতিক দাস ! হেমচুড়ার কাব্য গাঁথা-
দুইঃ-
===
রাত্রির কালো অনুভুতির গরম নিশ্বাস -
অঙ্গনে ছুয়া শীতল অনুতাপ আকে-
বিবর্ণ সুখ ম্লান করে অমৃত্যের বসন
কালপুরুষ বিদগ্ধ চোখের বাস্মিত্যে !
সাবধানে পাতা ঝরা অরন্যে - সুখে
জেগে ওঠে সবুজ ভোর! আফ্রোদিতি
চোখে ভাসে শ্বেত তৃপ্তির আকিবুকি
ছন্দহীন কবি আঁকে নতুন জিউস।
( কাব্য চায় নান্দনিকতা ও সদর্থক মনন)