( যদি আপনি নিজের বুদ্ধি স্তর নিজে যাচাই করতে চান তাহলে পড়ার আগেই আপনি এক থেকে পাচ ও ছয় থেকে দশ এর মধ্যে একটি সংখ্যা ধরেন এবং যে কোন একটা ফুলের নাম মনে মনে ধরেন - প্রথমে যেটা মনে আসবে সেটিই নির্বাচন করেন )
বুদ্ধি পরীক্ষা----
একঃ শিশু -----
মাথার পিছে হাত হাত ঘুরিয়ে কান ধরতে পার
তবেই তোমার হয়ছে বয়স স্কুল যেতে পার।
দুইঃ বয়সী -----
একটি সংখ্যা ধরতে হবে ! ধরো মনের ভিতরে
আসবে যেটা প্রথম মনে ধরবে সেটাই অন্তরে!
এক হতে পাচেতে পারবে একটি বেছে নিতে
আরো একটি নিতে হবে ছয় হতে দশেতে
ধরছোঁ তুমি! এবার ধরো একটি নাম ফুল!
ফুলের নামটি মিছা বলে করোনা ভুল !
কি ধরেছ বল এবার! যাচাই তোমার বুদ্ধি স্তর!
তিন সাত আর গোলাপ নিলে সরল মনঃতোমার!
ফুল ধরেছ চিন্তা করে মনটা তোমার বেজায় জট
ধরছও তুমি সংখ্যা কিবা চার ছয় নয় কিংবা আট
পাচ ধরেছ পাচ! এক কিংবা দশ রজনীগন্ধা!
যতই করো বুদ্ধিবাজি শেষ মেলেনা ধান্ধা।
স্বার্থ নিয়ে ভাবো শুধু অবিশ্বাসী মা ও বধূ
তোমার আছে বুদ্ধি ভুল সাজ চতুর বুব্ধি স্থুল্
ধরছও মনে বেলি ফুল চার নিয়েছ সাথে নয়!
চালাক সাজো চালাক নও মনঃবিজ্ঞান শাস্ত্র কয়!
খুবই সাধারন সংখ্যার সমীকরণ তিন ছয় পদ্ম
পদ্ম যোগ সংখ্যায় মনে নন্দন বাস সত্য হও সদালাপ
দগ্ধ -সবকিছুতে ভাবনা, কেউ বিশেষ ভাবেনা,অদ্য
ক্ষতি নাই তবু সংসার বাধ, মনে দেখি খুবই ভাব( ধর্ম )
জবা কিংবা জুই চামেলি সংখ্যা নিছ দুই মনে
সাত হলে হবে প্রেম মনঃ ভরেনা দুজনে!
ঠকাও তুমি নিজেই নিজে সত্যি মিথ্যে ভাও না বুজে
প্রেম বাছাই করতে হবে শুধু একটু বুঝেসুজে! (দ্বৈত চিন্তা)
আমার কথা সত্যি কিনা ভাব যদি, তবে
যাচাই করো মনোবিজ্ঞানের বুদ্ধিস্তরে।
( এটা কোন চূড়ান্ত পরীক্ষা নয় - মানিসক বুদ্ধি স্তরের
সাধারণীকরণ পরীক্ষা মাত্র । সাধারন ভাবে এটা বাস্তবায়ন করা হয়।
বুদ্ধির স্তর পরীক্ষায় সংখ্যার প্রতি দুর্বলতা ও ফুল নির্বাচন মুলত ঐ দুর্বলতার স্তর থেকে বিচ্ছন্ন করে বুদ্ধির সহজ গতিপথ নির্বাচনের ধারা নির্ণয় করাই হল এই সুত্রের মুল দিক।)
{ ইওর লেঙ্গুয়েজ আলয়েজ ফোকাস ইয়উর মেন্তাল দিগনিত্যি অ্যান্ড ইন্দিকেত ইয়ুর পসিতিওন ইয়েত}